Home News এয়ারবাসের ডিভাইস নিয়ন্ত্রণ করবে অকেজো স্যাটেলাইট

এয়ারবাসের ডিভাইস নিয়ন্ত্রণ করবে অকেজো স্যাটেলাইট

১০০ গ্রাম ওজনের ছোট্ট এই ডিভাইসটি এক্সও-০ স্যাটেলাইটে যুক্ত হবে

by Newsroom
এয়ারবাসের ডিভাইস নিয়ন্ত্রণ করবে অকেজো স্যাটেলাইট

স্পেসটেটর ডেস্ক।।

নতুন পাঠানো স্যাটেলাইটগুলো মেয়াদ শেষেও যাতে নিয়ন্ত্রণের মধ্যে থাকে তা নিশ্চিত করতে ‘ডিটাম্বলার’ নামের একটি ম্যাগনেটিক ডিভাইস মহাকাশে পাঠিয়েছে এয়ারবাস। শনিবার ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ থেকে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটে করে ডিভাইসটি পাঠানো হয়। ১০০ গ্রাম ওজনের ছোট্ট এই ডিভাইসটি এক্সও-০ স্যাটেলাইটে যুক্ত হবে। স্যাটেলাইটটির মেয়াদ শেষ হলে এর উদ্দেশ্যহীনভাবে ঘুরতে থাকার প্রবণতা নিয়ন্ত্রণ করবে ‘ডিটাম্বলার’।

 

আরও পড়ুন: নাসার মহাকাশ মিশনের লক্ষ্য ‘স্নেক রোবট’

Related News