Home News চাঁদে বিধ্বস্ত রুশ মহাকাশযান লুনা-২৫

চাঁদে বিধ্বস্ত রুশ মহাকাশযান লুনা-২৫

শনিবার দুপুরে লুনা-২৫-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়

by Newsroom
লুনা-২৫

স্পেসটেটর ডেস্ক ।। ৪৭ বছরের মধ্যে রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান দুর্ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে। লুনা-২৫ নামের রুশ মহাকাশযানটি চাঁদে বিধ্বস্ত হয়েছে। চাঁদে অবতরণের সময় (প্রিল্যান্ডিং ম্যানুভার্স) এ দুর্ঘটনা ঘটে। রোববার রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস এ তথ্য জানিয়েছে।

মহাকাশ সংস্থাটি বলেছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হবে। তবে মহাকাশযানটিতে ঠিক কী ধরনের প্রযুক্তিগত সমস্যা হয়েছিল, তার কোনো আভাস দেয়নি রসকসমস।

১১ আগস্ট লুনা-২৫ চন্দ্রযানটি উৎক্ষেপণ করেছিল রাশিয়া। এটি চাঁদের কক্ষপথেও প্রবেশ করেছিল। চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযানটির অবতরণের কথা ছিল।

এর আগে ১৯৭৬ সালে চাঁদে মহাকাশযান পাঠিয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। সেটির নাম ছিল লুনা-২৪। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এটাই (লুনা-২৫) ছিল রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান।

Related News